সন্তোষ ট্রফিতে জয় দিয়ে যাত্রা শুরু বাংলার

হরিয়ানা-০
বাংলা- ৩(তোতন দাস, সুরজিত হাঁসদা, রবি হাঁসদা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রথম ম্যাচেই জয়, সন্তোষ ট্রফিতে স্বপ্নের শুরু বাংলা দলের। গ্রুপ-৪ এর প্রথম ম্যাচে হরিয়ানাকে ৩-০ গোলে হারায় নর হরি শ্রেষ্ঠা, তোতন দাস, সুরজিত হাঁসদার বাংলা।
কোলহাপুরের ছত্রপতি শানু স্টেডিয়ামে বাংলার কোচ বিশ্বজিত ভট্টাচার্য প্রথম থেকেই তার দলকে আক্রমণাত্মক ফুটবল খেলানো শুরু করেন। এর ফলও পান তিনি। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন তোতন দাস। এরপর নিজেদের পায়ে বল রেখে ক্রময়াগত আক্রমণ করতে থাকে বাংলার দল। ম্যাচের ২১ মিনিটে বক্সে ভেসে আসা বলে মাথা ছুয়ে বাংলাকে দুই গোলে এগিয়ে দেন সুরজিত হাঁসদা।
প্রথমার্ধের শেষের খেলার ফলাফল ২-০ থাকে। দ্বিতীয়ার্থে ৫৩ মিনিটে আরও এক বক্সে ভাসানো বলে হেড করেন রবি হাঁসদা। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর হরিয়ানার ফুটবলাররা আর ম্যাচে ফিরতে পারেননি।
৫৭% বল পজিশন রেখে ম্যাচটি জিতে নেয় বাংলা। বাংলার পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি দামান এবং দিয়ুর সাথে।