প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর পাশে রাজ্য সরকার, দ্রুত আরোগ্য কামনা প্রত্যেকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক গত রবিবার করোনা ও ফুসফুসে সংক্রমন নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। অবস্থা ক্রমশ শোচনীয় হতে থাকায় ফের উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা বাংলার ফুটবল মহল।
এবার তাঁর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। আজ মঙ্গলবার নব মহাকরণে মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে এক জরুরি সভা ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, দেবজিৎ ঘোষ, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব জয়দীপ মুখার্জি। ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহন বাগান অর্থ সচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের সচিব দানিশ ইকবাল ও রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত বিশ্বাস ও পিয়ারলেসের হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্য।
সেই সভায় তাঁর ছেলে সিন্ধদেব সেনগুপ্ত জানান যে, ২০১১ সালের আগস্ট মাসে বাবার চারটে স্টেন্ট বসান হয়েছে এবং তাঁর অন্যান্য রোগ সম্বন্ধেও সবাইকে অবহিত করেন।
তারপর ক্রীড়ামন্ত্রীর কয়েকটি প্রস্তাব দেন, সেগুলি ছিল,
(১) একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করবেন।
(২) প্রতিদিন সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবেন এবং সেটি সরাসরি ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন।
(৩) যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানালেই রাজ্য সরকার তার ব্যবস্থা করবেন।
রাজ্য সরকারের অনুরোধে করোনা বিশেষজ্ঞ ডাক্তার যোগীরাজ রায় আজ অথবা কাল সুরজিত সেনগুপ্তকে দেখতে যাবেন।
সরকারের তরফ থেকে সবসময় তাঁর পুত্র আর স্ত্রীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
সভা শেষে সবার তরফ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।