দেখুন : দর্শনীয় গোল করে প্যারালিম্পিকে ব্রাজিলকে সোনা জেতালেন দৃষ্টিহীন ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার টোকিও প্যারালিম্পিকে পুরুষদের ফাইভ এ সাইড ফুটবল বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। আর সেই ম্যাচে দুর্দান্ত স্কিলের মাধ্যমে গোল করে ব্রাজিলকে জেতালেন রাইমুন্ডো মেন্ডেস। এবং সেই গোলটি দেখলে মুগ্ধ হবেন আপনিও।
দুই দলই প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় ছিল। কিন্তু ম্যাচের শেষের দিকে বল পান মেন্ডেস, যিনি দুইজন আর্জেন্টাইন ডিফেন্ডারকে টপকে সোলো গোল করেন। এবং গোলের পর সহ খেলোয়াড়দের সাথে উদযাপনে মাতেন মেন্ডেস।
এবং যেটি সব থেকে অবাক করার বিষয়, এই ইভেন্টটি খেলতে হয় চোখে বিশেষ ধরণের কাপড় পড়ে, যাতে দৃষ্টিহীব ও দৃশ্যগত সমস্যাযুক্ত ফুটবলারদের কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়। ফলে না দেখে দুই ডিফেন্ডারকে টপকে গোল করাটা, সত্যিই অনবদ্য। আর এর জেরে ব্রাজিল এই ইভেন্টে নিজেদের চতুর্থ প্যারালিম্পিক সোনা পেল। ২০১৬ রিও প্যারালিম্পিকে ইরানকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছিল ব্রাজিল।
প্যারালিম্পিকের ফাইভ এ সাইড ফুটবল ইভেন্ট সাধারণ ফুটবল ম্যাচের থেকে আলাদা। এই ইভেন্টে প্রতিটি দল গোলপোস্টের পিছনে একজন খেলোয়াড়কে রাখতে পারবে। এর মূল কাজ হবে পিচে থাকা খেলোয়াড়দের বিভিন্ন নির্দেশ দেওয়া। পোস্ট থেকে কত দূরে রয়েছে, কোন অ্যাঙ্গেল দিয়ে কিক মারতে হবে। এছাড়া বলের মধ্যে আওয়াজ করার এক যন্ত্র থাকে, আর এর জেরে দর্শকদের একদম চুপ থাকতে হয় যাতে বলের আওয়াজ শুনতে পায় ফুটবলাররা।