ব্রাজিল ম্যাচের পর ভক্তকে মারলেন স্যামুয়েল এটো, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। এই ম্যাচে সাম্বা তালে কোরিয়ানদের নাস্তানাবুদ করল নেইমার-ভিনিরা।
তবে ম্যাচের পর বেশ বিতর্কিত একটি ঘটনা ঘটে। প্রখ্যাত ফুটবলার তথা ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি স্যামুয়েল এটো মারলেন এক ভক্তকে? কিন্তু কেন এমনটা করলেন এটো?
বর্তমানে কাতারে বিশ্বকাপ ২০২২ ঐতিহ্য দূত হিসেবে রয়েছেন এটো। ম্যাচের পর মাঠের বাইরে ভক্তদের সাথে সেলফি তুলছিলেন এটো, এমন সময়ে পাশে এক ফটোগ্রাফার তার ছবি তুলছিলেন।
এমম সময়ে হঠাতই সেই ক্যামেরাম্যানের দিকে তেড়ে আসেন এটো। আর সেই ক্যামেরাম্যানটিকে মারতে যান তিনি। এই পরিস্থিতিতে আশেপাশের লোকেরা এটোকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাদের থেকে ছাড়া পেয়ে হাঁটু দিয়ে মারেন এটো।
আর সেই আঘাত পেয়ে মাটিতে বসে পড়েন সেই ক্যামেরাম্যান। এরপর এটো আবারও আক্রমণ করতে আসলে লোকেরা তাকে ধরে অন্যত্র সরিয়ে দেন। আর এই মুহুর্তটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিও -
এর আগে এটো খেলেছেন বার্সিলোনা, ইন্টার মিলান ও চেলসির মত বড় ক্লাবে। এছাড়া ক্যামেরুনের হয়ে ৫৬ গোল করা এটো খেলেছেন চারটি বিশ্বকাপ।