ভিডিও : ইউরোর ইতিহাসের অন্যতম সেরা গোল, হাফলাইন থেকে দুরন্ত শটে গোল প্যাট্রিক সিকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সুদীর্ঘ ইতিহাসে প্রচুর স্মরণীয় গোলের স্বাক্ষী থেকেছে ফুটবল বিশ্ব। কিন্তু এবারের ইউরোয় এমন অসাধারণ গোল খুব কম দেখা মিলবে। স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচে কার্যত মাঠের মাঝখান থেকে শট মেরে অসামান্য গোল করেন চেক ফরোয়ার্ড প্যাট্রিক সিক।
৫৩ মিনিটের মাথায় টমাস সুসেকের কাছ থেকে বল পান সিক। সেই সময় স্কটিশ ফোলকিপার ডেভিড মার্শালকে এগিয়ে আসতে থেকে দুরপাল্লা থেকেই শট মারেন সিক। এবং অসাধারণ সুইংয়ে বলটি জড়িয়ে যায় জালে। মার্শাল পিছনে ঘুরে দৌড়তে দৌড়তে কার্যত অসহায়ের মত দেখেন বলটি জালে জড়াতে।
এই রিপোর্ট লেখার সময় চেক প্রজাতন্ত্র ২-০ গোলে এগিয়ে রয়েছে, দুটি গোলই করেছেন প্যাট্রিক সিক।
দেখুন ভিডিও :