দেশকে বিশ্বজয়ী থেকে বঞ্চিত করা লিওনেল মেসিকে বরণ করে নিল প্যারিসবাসী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সের টানা দ্বিতীয়বার বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন ভেঙেচুরে দেন লিওনেল মেসি। এবং সেই লিওনেল মেসিই খেলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে।
এবার দেশকে বিশ্বজয়ী থেকে বঞ্চিত করা লিওনেল মেসিকে বরণ করে নিল ফ্রান্সের মানুষরা। মঙ্গলবার প্যারিস বিমানবন্দরে হাজারো মানুষ অপেক্ষা করছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানানোর জন্য।
দেখুন ভিডিও -
সদ্য মরশুমের প্রথম হার হজম করে পিএসজি, যেখানে তারা লিগ ওয়ানে রেসিং ক্লাব ডে লেন্সের কাছে ১-৩ ফলে হারে। ম্যাচের পর লেন্সের আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্ডো মেডিনা জানান, পিএসজির হারের একটি বড় কারণ হল একটি বিশেষ খেলোয়াড়ের না থাকা। এবং এখানে মেডিনা মেসির কথা বলেছিলেন।