ভেঙে পড়ছে ঐতিহ্যশালী ক্যাম্প ন্যু! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি বার্সেলোনার ঐতিহ্যশালী ক্যাম্প ন্যু, আজ ধ্বংসের পথে। ক্রেনের সাহায্যে ভেঙে ফেলা হচ্ছে ৯৯ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামকে।
আরও পড়ুন - ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে অখুশি ভারত, প্রথম টেস্টের আগে চিন্তায় ম্যানেজমেন্ট
মূলত এর নবীকরণের জন্যই ক্যাম্প ন্যুকে ভাঙা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নতুন স্টেডিয়াম নির্মিত হয়ে যাবে।
ইতিমধ্যেই স্টেডিয়াম ভাঙার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও নবীকরণের জন্য এটি করা হচ্ছে, তবে বার্সেলোনার সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে হতবাক হচ্ছেন।
ইতিমধ্যেই ক্লাবের তরফ থেকে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামী ১০০০ দিনের মধ্যে স্পটিফাই ক্যাম্প ন্যু তৈরি হয়ে যাবে। আরও বেশি খোলামেলা ও মেডিটেরানিয়ান উপায়ে স্টেডিয়ামটি তৈরি করা হবে, যা প্রযুক্তি ও স্থায়িত্বের দিক থেকে দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এই স্টেডিয়াম এফসি বার্সেলোনাকে বিশ্ব ক্রীড়ায় এগিয়ে নিয়ে আসবে।