সত্যিই কি জাপানের গোলটি অন্যায্য ছিল? কি বলছে ফিফা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্তিম রাউন্ডে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করে জাপান। আর জাপানের জয়ের কারণে ছিটকে যেতে হয়েছে জার্মানিকে।
১১ মিনিটে আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রিতসু দোয়ান ও টাকেহিরো টানাকার গোলে জিতে যায় জাপান।
তবে জাপানের দ্বিতীয় গোল নিয়ে ফুটবল বিশ্বে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কারৌ মিতোমার ক্রসে গোল করেন টানাকা। কিন্তু রিপ্লেতে দেখা যায়, মিতোমা যখন ক্রস করতে যান, বল বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু ভিএআর সেটিকে গোলের ন্যায্যতা দেয়।
আর এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচারকারকদের রিপ্লেতে দেখা যাচ্ছে যে বল বাইরে রয়েছে, এদিকে অনেকে বলছেন, বলের কিছু অংশ লাইনের এপারে রয়েছে বলেই সেটি গোল হয়েছে।
এবার এই নিয়ে সব সন্দেহ দূর করল ফিফা। দ্য মিররের রিপোর্ট অনুযায়ী, ফিফা জানিয়েছে, নিয়ম অনুযায়ী, যদি বলের বাঁক বা বক্রতা লাইনের ভিতরে থাকে, তাহলে বলটি খেলার মধ্যে থাকবে। এবং যেহেতু ক্যামেরার টপ অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে, বলের বাঁকের কিছু অংশ লাইনে রয়েছে, সেই প্রমাণকে ধার্য করেই ভিএআর সেটিকে গোল দেয়।
এই নিয়ে প্রাক্তন রেফারি পিটার ওয়ালটন জানিয়েছেন, "নিয়মে কিছু ভ্রান্তি রয়েছে যেখানে বলের এক অংশ লাইনের বাইরে রয়েছে, কিন্তু আসলে সেটি পুরোপুরি নেই কারণ বলের বাঁক লাইনে রয়েছে। আমরা অনেক সময়ে দেখা কর্নার কিকের সময়ে যখন বলটি লাইন পেরিয়ে গেলেও পুরোপুরি পেরোয় না।"
"আমি চাইব এই পরিস্থিতিতে গোল লাইন প্রযুক্তি ব্যবহার করার, ঐ ক্যামেরাগুলি ভিএআরের জন্য ব্যবহৃত হচ্ছে দেখার জন্য যে বলটি খেলার অঞ্চল ছেড়ে বেরিয়েছে কিনা। সেই কারণে এতগুলি অ্যাঙ্গেল রয়েছে সেটি দেখানোর জন্য।"
"তবে, যদি কোনও খেলোয়াড়ের বুট বা পা বলের ওপরে থাকে আর তখন ক্যামেরা যদি সেটি ঠিকঠাক না দেখাতে পারে, তখন ভিএআর রেফারিকে বলবে, 'আমার কাছে আপনার দেওয়ার মত কোনও প্রমাণ নেই। আপনার অন ফিল্ড সিদ্ধান্তের সাথে থাকুন।"
সব মিলিয়ে, বিতর্কটি থাকলেও, ফিফার নিয়ম অনুযায়ী জাপানের গোলটি একেবারে ন্যায্য বলেই ধারণা করা হচ্ছে।