হেরে গিয়ে রেফারিকে ঘিরল উরুগুয়ের খেলোয়াড়রা, ভিএআর স্ক্রিন ভাঙলেন কাভানি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ফিফা বিশ্বকাপ গ্রুপ পর্বের অন্তিম রাউন্ডে ঘানার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় উরুগুয়ে। কিন্তু তা সত্ত্বেও শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করতে পারেনি উরুগুয়ে, কারণ অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে জয় পায় পর্তুগালের বিরুদ্ধে।
যদিও উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ও গোল পার্থক্য সমান, কিন্তু বেশি গোল করার সৌজন্যে পরের রাউন্ডে উঠে যায় দক্ষিণ কোরিয়া। আর এর জেরে হতাশায় ভুগছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা।
কিন্তু হতাশার থেকে বেশি ক্ষোভ ফুটে উঠেছিল উরুগুয়ের খেলোয়াড়রা। ম্যাচের পর রেফারিকে ঘিরে ধরেন কাভানি, ভালভার্দে, সুয়ারেজরা। কারণ ম্যাচের শেষের দিকে উরুগুয়েকে পেনাল্টি দেওয়া হয়নি।
ম্যাচের শেষের দিকে, এডিনসন কাভানিকে বক্সের মধ্যে ফেলে দেন ঘানার ডিফেন্ডাররা। কিন্তু সেটি পেনাল্টি দেননি রেফারি। এমনকি, ভিএআরেও সেটিকে পেনাল্টি দেওয়া হয়নি। আর এই কারণে রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের খেলোয়াড়রা। রেফারির জামা টেনে ধরে জিজ্ঞেস করেন কেন পেনাল্টি দেওয়া হয়নি।
এরপর রেফারি যখন এই ঘটনাটি ফিফার আধিকারিকদের কাছে অভিযোগ করতে যান, তখন তার পিছু করেন খেলোয়াড়রা। টানেলে দেখা যায়, এডিনসন কাভানি ভিএআর স্ক্রিনটি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন।
দেখুন ভিডিও -
সব মিলিয়ে, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল আল জানৌব স্টেডিয়ামে। কিন্তু সত্যিটা হল, বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল কাভানি-সুয়ারেজ-ভালভার্দের উরুগুয়েকে।