রিপোর্ট : নভেম্বরের মাঝের দিকে গোয়ায় আয়োজিত হবে এবারের আইএসএল, ভাবনায় কাতার ও UAE

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর দুর্দান্ত আয়োজনের উপর ভরসা করে আবারও গোয়াকে দেওয়া হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্বভার। বুধবার আইএসএলের আয়োজক এফএসডিএল বৈঠকে বসে সকল ফ্র্যাঞ্চাইজির সিইওর সাথে, যেখানে আইএসএল ২০২১-২২ মরশুমের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।
বেশ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মোট তিনটি রাজ্যকে আইএসএলের আয়োজক হিসেবে শর্টলিস্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোয়া, পশ্চিমবঙ্গ ও কেরালা। এর মধ্যে গোয়াকে প্রথম পছন্দ হিসেবে রাখছে এফএসডিএল। জানা গিয়েছে, আগামী নভেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে আইএসএলের অষ্টম মরশুম, যা শেষ হতে পারে মার্চের শেষে।
এদিকে গত বছরের তুলনায়, এই বছর এফএসডিএল সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে অধিকার দিয়েছে নিজেদের মত করে ট্রেনিং গ্রাউন্ড ও হোটেলের বন্দোবস্ত করতে। গত বছর এফএসডিএলই যাবতীয় ব্যবস্থা করেছিল, কিন্তু এই বছর ফ্র্যাঞ্চাইজিদের যাবতীয় স্বাধীনতা দেওয়া হয়েছে।
তবে আশঙ্কা করা হচ্ছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। এই পরিস্থিতিতে আইপিএলের মত আইএসএলকেও ভিন্ন দেশে আয়োজন করার ভাবনায় রয়েছে এফএসডিএল। সেক্ষেত্রে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরশাহিকে ভাবনায় রাখা হচ্ছে।
এই নিয়ে এফএসডিএলের এক সূত্র বলেছেন, "করোনা নিয়ে চিন্তা রয়েছে। কেউ জানেন না ভারতে তৃতীয় ঢেউয়ের আগমণ নিয়ে এবং কতটা খারাপভাবে এটি আমাদের উপর প্রভাব পড়বে। যদি বিষয় আমাদের হাতের বাইরে চলে যায়, তাহলে এই লিগ হয়ত কাতার কিংবা সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হতে পারে।"