সুস্থ হয়ে উঠছেন তুলসি দাস বলরাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাইকার তুলসিরাম বলরাম গত ২৬ ডিসেম্বর অসুস্থতার কারণে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ৮৭ বছর বয়সী অলিম্পিক সোনা জয়ী তুলসিদাস আগের থেকে অনেক বেশি স্থিতিশীল। তিনি রয়েছেন সজ্ঞানে, সতর্ক এবং সচেতন হয়ে।
এছাড়াও জানা গেছে যে বর্তমানে তিনি মুখ দিয়েই খাবার খেতে পারছেন এবং শুক্রবার সকালে তিনি বিছানায় উঠে বসতে সক্ষম হন। বর্তমানে তাঁর ফিজিওথেরাপি চলছে।
চিকিৎসার আগামী পদক্ষেপের জন্য তুলসিদাসের পিইটি সিটি স্ক্যান করা হয়েছে। যার রিপোর্ট এখনও আসেনি।
১৯৫০-৬০ দশককে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ বলা হয়। আর এই সময়ের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তুলসিদাস। তিনি কলকাতার অন্যতম বড় দল ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। বাংলার হয়ে তিনি তিনবার সন্তোষ ট্রফি জিতেছেন। ১৯৬২ সালে ভারতীয় সরকার তাঁকে অর্জুন সম্মানে সম্মানিত করেন।