সমস্যা বাড়ল ইংল্যান্ডের, চোটের জেরে ছিটকে গেলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নোল্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ শুরু হতে এক সপ্তাহ বাকি মাত্র, আর তার আগে চোট আঘাতের সমস্যায় ভুগছে ইংল্যান্ড। হালকা চোটের জেরে মেসন গ্রিনউড টুর্নামেন্ট থেকে অব্যাহতি নিয়েছিলেন, আর এবার চোটের জেরে ছিটকে গেলেন তারকা উইংব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নোল্ড।
বুধবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে এক গোলে জিতলেও জোর ধাক্কা পায় ইংল্যান্ড। চোটের জেরে মাঠ ছেড়েছিলেন তারকা এই রাইট ব্যাক। পরে জানা যায়, পায়ের কোয়াড্রিসেপ্স ছিঁড়ে গিয়েছে আর্নোল্ডের। আর এর জেরে ইউরো ২০২০তে অংশ নেবেন না ২২ বছরের এই ফুটবলার।
চোট থেকে সেরে ওঠার জন্য আর্নোল্ডকে লিভারপুলে পাঠানো হবে। ডাক্তারদের মতে, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আর্নোল্ড। আশা করা যায়, আগামী মরশুমের প্রিমিয়ার লিগ শুরুর আগে তিনি ফিট হয়ে যাবেন।
বর্তমানে বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন হলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নোল্ড। লিভারপুলের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। উইংব্যাক হওয়া সত্ত্বেও যেভাবে আক্রমণে ওঠেন তিনি, তা ফরোয়ার্ডদের কাছে বেশ সুবিধাজনক হয়ে ওঠে, ডানদিক থেকে ওনার ক্রস অত্যন্ত বিপদজনক প্রতিপক্ষের জন্য।
ফলে আর্নোল্ডকে না পাওয়াটা বড় ধাক্কা কোচ গ্যারেথ সাউথগেটের জন্য। যদিও রাইট ব্যাকে অজস্র অপশন রয়েছে ইংল্যান্ডের। কাইল ওয়াকার, কিয়েরন ট্রিপিয়ার, রিসে জেমসের মত তারকা খেলোয়াড় রয়েছে সে দেশের, কিন্তু আর্নোল্ডের মত এক্স ফ্যাক্টরকে মিস করবে ইংল্যান্ড।