আন্ডারডগ হওয়া সত্ত্বেও কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের চালিকা শক্তি হবেন এই তিন তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডার্বি মানেই ৫০-৫০, এই কথাটা চিরন্তন, কিন্তু ময়দানে কোনও কিছুই স্ট্যাটিক নয়। গত আইএসএল থেকেই কলকাতা ডার্বিতে এগিয়ে রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। একদিকে এটিকে মোহনবাগানের সেট ও চ্যাম্পিয়নশিপ জেতার দাবিদার টিম, অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের নতুনভাবে গড়া এক প্রত্যয়ী দল। স্বাভাবিক অর্থেই ফেভারিট এটিকে মোহনবাগান।
এমন পরিস্থিতিতে বড় ম্যাচে পিছিয়ে থেকেও থাবা মারতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড। কোচ জোসে ম্যানুয়েল ডিয়াজের অধীনে এসসি ইস্টবেঙ্গল যে ভালো ফুটবল খেলবে, তার কিছুটা আভাস দিয়েছে জামসেদপুর ম্যাচে। ভালো ডিফেন্স ও ওয়ার্কলোডের মাধ্যমে বুঝিয়েছে, জমি ছাড়তে রাজি নয় তারা।
তবে ফেভারিট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এই তিন তারকার উপরেই ভরসা করতে হবে ইস্টবেঙ্গলকে। এই তিন তারকার পারফর্মেন্সের উপরেই নির্ভর করবে, কলকাতা ডার্বির ফল কি হবে?
১. অরিন্দম ভট্টাচার্য -
এটিকে মোহনবাগান থেকে এসসি ইস্টবেঙ্গলে এসে ডার্বি জয়ের ভাগ্যটাও কি ফিরিয়ে আনতে পারবেন অরিন্দম? লাল-হলুদের অধিনায়ককে বেশ চাপে পড়তে হবে বড় ম্যাচে, যেখানে প্রতিপক্ষে থাকবেন তারই সতীর্থ রয় কৃষ্ণা। এসসি ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততে হলে, অরিন্দমকে অতিমানবীয় ফুটবল খেলতে হবে। কারণ রয়-হুগো-মনবীর-লিস্টনের ঝোড়ো আক্রমণে ব্যস্ত থাকতে হবে লাল-হলুদের শেষ প্রহরীকে।
২. আমির ডেরভিসেভিচ -
প্রথম ম্যাচে কিছুটা অফ কালার লাগলেও কলকাতা ডার্বিতে আমির ডেরভিসেভিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মিডফিল্ডে এটিকে মোহনবাগানকে টেক্কা দিতে হলে এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠে থাকতে হবে আমিরকে। প্রস্তুতি ম্যাচে বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে প্লেসিং - সমস্তটাই ভালো সামলেছেন তিনি। সুতরাং বড় ম্যাচে প্রথম থেকেই আমিরকে শুরু করাতে পারেন কোচ ম্যানুয়েল ডিয়াজ।
৩. আন্তোনিও পেরোসেভিচ -
জামসেদপুরের বিরুদ্ধে নিজের স্কিলের পরিচয় দিয়েছেন পেরোসেভিচ। ইতিমধ্যেই সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণের মূল অস্ত্র হতে পারেন পেরোসেভিচ। তিরিহীন এটিকে মোহনবাগানের ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারেন এই ক্রোয়েশীয় ফরোয়ার্ড, আর সেই কারণে পেরোসেভিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।