বিশ্বকাপ থেকে ছিটকে নিজেকে শক্তিহীন মনে হচ্ছে টমাস মুলারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্তিম রাউন্ডে কোস্টারিকাকে ৪-২ ফলে হারায় জার্মানি। কিন্তু অপর ম্যাচে জাপান জিতে যাওয়ার গোল পার্থক্যে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। আর এর জেরে স্বাভাবিকভাবে হতাশ জার্মান শিবির।
আর এই হার নিয়ে কথা বলেছেন অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার টমাস মুলার। ম্যাচের পর মুলার বলেছেন, "এটি আমাদের কাছে অত্যন্ত তিক্তকর কারণ আমাদের এই ফলাফল যথেষ্ট হওয়া উচিত ছিল। একেবারে শক্তিহীন লাগছে নিজেদের।"
২০১৪ সালে বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুলার। কিন্তু তারপর ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয় জার্মানিকে। আর এবারের বিশ্বকাপেও একই হাল। দুইবারের দলেই ছিলেন মুলার।