ব্যক্তিগত কারণে মরশুম শুরুর আগেই এসসি ইস্টবেঙ্গলের শিবির ছাড়ছেন এই গুরুত্বপূর্ণ সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর ছয় দিন বাদেই শুরু হবে আইএসএল, আগামী ২১ নভেম্বর প্রথম ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আর তার আগে এসসি ইস্টবেঙ্গলের শিবির ছাড়ছেন ক্রীড়াবিজ্ঞানী ও ফিজিওথেরাপির প্রধান জোসেপ রোনাল্ড ডি অ্যাঙ্গেলাস।
জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বৃহস্পতিবার অবধি তিনি শিবির ছাড়েননি। তবে শীঘ্রই তিনি শিবির ছাড়বেন, এমনই খবর রয়েছে। শোনা যাচ্ছে, জৈব বলয়গত ক্লান্তির জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন জোসেপ।
এদিকে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দ্রুত নতুন ক্রীড়াবিজ্ঞানী ও ফিজিওথেরাপিস্টের খোঁজে রয়েছে। যদিও রোনাল্ডকে রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা করেছিল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু আপাতত কোনও সুরাহাই হয়নি।