সুনীল ছেত্রীদের সাথে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিল এই হেভিওয়েট ফুটবল দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে ভারত। এবং এরপর যা সম্ভাবনা, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি নিতে পারে ব্লু টাইগার্সরা। কোচ ইগর স্টিম্যাচও এমনটা ইঙ্গিত দিয়েছেন।
তবে সামনে ফিফা বিশ্বকাপ থাকায় বেশিরভাগ বড় দলই ভারতের মত কম র্যাঙ্কিংয়ের দলের সাথে খেলতে চাইবে না। কিন্তু এই পরিস্থিতিতে কার্যত নিজে থেকে এসে এক হেভিওয়েট ফুটবল দেশ এসে প্রীতি ম্যাচের প্রস্তাব দিল ভারতকে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক কনভেনশনে এসেছিলেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ওলেগ মাতিতসিন। এবং সেখানে তিনি প্রস্তাব দিয়েছেন, যাতে রাশিয়া ও ভারতের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। বলা বাহুল্য, আসন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেনি রাশিয়া, যদিও ২০১৮ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল তারা।
আর সেক্ষেত্রে ভারত যদি সম্মত হয়, তাহলে আগামী দিনে এই দুই দেশের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজিত হবে। যা নিঃসন্দেহে বড় খবর হবে ভারতীয় ফুটবলের জন্য।