সুপার কাপে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, লড়াকু গ্রুপে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন সুপার কাপের গ্রুপ বিন্যাস ও সূচি। আগামী ৩ এপ্রিল থেকে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে, এবং আগামী ৮ এপ্রিল থেকে মূলপর্বের ম্যাচ শুরু হবে।
এবারের সুপার কাপে কঠিন গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ বি-তে তাদের সামনে হায়দ্রাবাদ এফসি ও ওড়িশা এফসি রয়েছে। আর এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী দল। চলতি আইলিগে চতুর্থ ও সপ্তম স্থানাধিকারী দলের মধ্যে হবে কোয়ালিফায়ার ৩।
এদিকে এটিকে মোহনবাগান পড়েছে গ্রুপ সি-তে, যেখানে তারা খেলবে গত সুপার কাপের চ্যাম্পিয়ন এফসি গোয়া ও জামসেদপুর এফসি। এবং এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ২ এর বিজয়ী, যা আইলিগের তৃতীয় ও অষ্টম স্থানাধিকারী দলগুলির মধ্যে খেলা হবে।
ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মাঞ্জেরির পায়ান্নাদ স্টেডিয়ামে। ৯ এপ্রিল ওড়িশা, ১৩ এপ্রিল হায়দ্রাবাদ এবং ১৭ এপ্রিল কোয়ালিফায়ার ৩ এর বিজয়ীর সাথে খেলবে ইস্টবেঙ্গল।
এদিকে এটিকে মোহনবাগান নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে। ১০ এপ্রিল কোয়ালিফায়ার ২ বিজয়ী, ১৪ এপ্রিল জামসেদপুর এফসি এবং ১৮ এপ্রিল।এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।
তবে গ্রুপ অফ ডেথ হিসেবে থাকবে গ্রুপ এ। গ্রুপ এ-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ বিজয়ী। কোয়ালিফায়ার ১ এ খেলবে আইলিগে দ্বিতীয় স্থানাধিকারী দল এবং কোয়ালিফায়িং প্লেঅফসে আইলিগের নবম ও দশম স্থানাধিকারী দলের মধ্যে বিজয়ী।
আর গ্রুপ ডি-তে কার্যত সহজ গ্রুপে পড়েছে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তাদের সামনে এবারের আইএসএলের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইন এফসি এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী। কোয়ালিফায়ার ৪-এ খেলবে চলতি আইলিগে পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল।