এটা খেলা হয়েছে? হায়দ্রাবাদের কাছে ইস্টবেঙ্গলের আত্মসমপর্ণে ক্ষুব্ধ অলোক ও সুমিত মুখার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন কোচের অন্তর্ভুক্তির পরে চলতি মরশুমের আইএসএল এ প্রথম ম্যাচ জেতার রেশ কাটতে না কাটতেই আবার মুখ থুবড়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল। সুভাষ ভৌমিকের স্মরণের ম্যাচে লাল হলুদ ব্রিগেডকে নিয়ে কার্যত ছেলেখেলা করলো নিজামের রাজ্যের ছেলেরা।
ভারতবর্ষের এক নম্বর টুর্নামেন্টে দলের এই পারফর্মেন্স দেখে কার্যত হতাশ ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা। লাল-হলুদের প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জী এবং আলোক মুখার্জী হতাশায় কার্যত ফেটে পড়লেন।
দুজনেই বলেন "এটা খেলা হয়েছে? একটা দলের ডিফেন্স মাঝমাঠ পুরোপুরি ব্যর্থ, আক্রমণ ভাগও তথৈবচ। দল যে সুভাষ ভৌমিকের সম্মান জানিয়ে মাঠে নেমেছে এটা খুব ভালো কিন্তু কেউ এটা ভেবে খেললো না যে আমাদের ম্যাচ টা জিততে হবে তাহলে এটা হবে ওনার আত্মার প্রতি যথাযোগ্য সম্মান। এদের সেই আবেগটাই নেই, আমরা স্বভাবতই চরম হতাশ।"