লার্জার দ্যান লাইফ সুভাষ ভৌমিক ব্যস্ত এখন আত্মজীবনী লিখতে

অনিলাভ চট্টোপাধ্যায়, কলকাতা : তিনি সুভাষ ভৌমিক - খেলোয়াড় হিসেবে সফল, কোচ হিসেবে সফল, একজন ফুটবল ব্যক্তিত্ব হিসেবে সম্মানের অধিকারী। বিতর্কের জেরে শিরোনামে থেকেছেন বারবার, তবে সুভাষ ভৌমিকের লার্জার দ্যান লাইফ মানসিকতাই যেন বড় বড় হেডলাইনকে মাত দিয়ে যায়। সেই সুভাষ ভৌমিক আজ ব্যস্ত আত্মজীবনী লিখতে।
এক্সট্রা টাইম বাংলার সাথে বিশেষ আড্ডায় সুভাষ ভৌমিক জানিয়েছেন, জীবনের নানা দুষ্টুমি ও অজানা কাহিনীর কথা শেয়ার করবেন এই আত্মজীবনীতে। ফুটবল মাঠ ছাড়াও মাঠের বাইরে কেমন ছিলেন সুভাষ, তা জানা যাবে এই আত্মজীবনীতে।
তবে সুভাষ ভৌমিক মানেই তো ভারতীয় ফুটবল, সেই ভারতীয় ফুটবলের কথা কি থাকবে না এই বইতে? সুভাষ ভৌমিক জানিয়েছেন, ভারতীয় ফুটবল নিয়ে লিখলে বিতর্ক বাড়বে, ফলে নিজের জীবন সংক্রান্ত সব কিছু থাকবে এই বইতে। মদ না ছোঁয়া প্রদীপ ব্যানার্জিকে কিভাবে বিয়ার খাইয়েছিলেন দামাল সুভাষ, তার বিবরণও থাকবে এই বইতে।
ফলে সব মিলিয়ে, সুভাষ ভৌমিকের আত্মজীবনীর জন্য মুখিয়ে থাকবে বাংলা তথা ভারতবর্ষের তামাম ফুটবলপ্রেমীরা, তা আশা করাই যায়।