রেঞ্জার্সের হয়ে সাফল্যের পর এবার স্টিভেন জেরার্ড আসতে পারেন প্রিমিয়ার লিগের এই ক্লাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে রেঞ্জার্সকে স্কটিশ লিগ জিতিয়েছিলেন কোচ তথা কিংবদন্তী মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। আর তারপরেই কোচ হিসেবে জেরার্ডের খ্যাতি বেশ বেড়েছে। এই পরিস্থিতিতে এবার পরবর্তী ধাপে যেতে পারেন জেরার্ড, ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলে কোচিং করাতে পারে স্টিভি-জি।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেরার্ড। গত রবিবার খারাপ পারফর্মেন্সের কারণে ডিন স্মিথকে বরখাস্ত করেছিল অ্যাস্টন ভিলা। আর এর জেরে স্টিভেন জেরার্ডকে চাইছে ভিলা।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে রেঞ্জার্সকে প্রস্তাব দেবে অ্যাস্টন ভিলা। আগামী ২০ নভেম্বর ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের আগে সব কিছু চুড়ান্ত করে নিতে চাইছে ভিলা। রেঞ্জার্সের সাথে ২০২৪ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন জেরার্ড, এবং সফল কোচকে মাঝ মরশুমে নাও ছাড়তে পারে রেঞ্জার্স। তবে যদি ভিলা ক্ষতিপূরণ হিসেবে ২.৫ মিলিয়ন ইউরো প্রদান করে, তাহলে জেরার্ডকে পাওয়াটা সহজ হবে।
যদিও এই মুহুর্তে রেঞ্জার্স লিগ টেবিলের শীর্ষে রয়েছে, প্রিমিয়ার লিগের এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না জেরার্ড। আশা করা হচ্ছে, জুরগেন ক্লপের পর লিভারপুলের পরবর্তী কোচ হতে পারেন ক্লাবের কিংবদন্তী মিডফিল্ডার। এই অবস্থায় অ্যাস্টন ভিলার দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন জেরার্ড।