ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে ফিরলেন স্টিভেন জেরার্ড, দায়িত্ব নিলেন এই ক্লাবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনা সত্যি হল, কিংবদন্তি ইংরেজ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড নতুন হেড কোচ হিসেবে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায়।
গত মরশুমে গ্লাসগো রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ারশিপ খেতাব জিতিয়েছিলেন, লিগে অপরাজিত হিসেবে শেষ করেছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের চাপ নিতে চলেছেন জেরার্ড।
অ্যাস্টন ভিলায় দায়িত্ব নিয়ে জেরার্ড বলেছেন, "অ্যাস্টন ভিলা ইংলিশ ফুটবলে ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ এবং আমি গর্বিত হেড কোচ হতে পেরে। বোর্ডের কর্তাদের সাথে আলোচনা করে, আমি জানতে পারি তাদের পরিকল্পনা কতটা উচ্চাকাঙ্খী এবং আমি মুখিয়ে রয়েছি তাদের লক্ষ্য পূরণের জন্য।"
রেঞ্জার্সে স্টিভেন জেরার্ডের আক্রমণাত্মক ও আকর্ষণীয় ফুটবল বেশ প্রশংসিত হয়েছিল। আর এর জেরে স্কটল্যান্ডে রেঞ্জার্স পুরো মরশুম দাপিয়ে বেড়িয়েছিল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের মত বড় মঞ্চে অ্যাস্টন ভিলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ জেরার্ডের সামনে।