সুযোগ নষ্টের প্রতিযোগিতায় জেতা ম্যাচ মাঠে ফেলে এল স্পেন, মূল্যবান পয়েন্ট সুইডেনের

স্পেন - ০
সুইডেন - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুইডেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্প্যানিশ কোচ লুই এনরিকে বেশ তরুণ একাদশ নামিয়েছিলেন। এবং বলা বাহুল্য, তারা নিরাশ করেননি। কিন্তু যেভাবে একের পর এক সুযোগ নষ্ট করে এসেছে স্পেন এবং সুইডেন, তা দেখে নিশ্চই বিরক্ত হবেন দুই দলের সমর্থকরা।
ড্যানি ওলমো ও পেদ্রি বেশ নজর কেড়েছিলেন স্পেনের হয়ে, কিন্তু সুইডেনের গোলকিপার রবিন ওলসেন যেন কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন স্পেনের জয়ের কাটা হিসেবে। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ দিয়ে গিয়েছেন ওলসেন। শেষ মুহুর্তে জেরার্ড মোরেনোর হেডার সেভ করে দেন তিনি।
অন্যদিকে সুইডেনের হয়ে দারুণ কিছু সুযোগ পেয়েও হাতছাড়া করেন মার্কো বার্গ ও আলেকজান্ডার আইজাক। কিন্তু এই ম্যাচটি অতি অবশ্যই জেতা উচিত ছিল স্পেনের জন্য। মোরাতা এবং পরিবর্ত হিসেবে নামা পাবলো সারাবিয়া গোলের মুখই চিনতে পারছিলেন না, যা নিঃসন্দেহে ভাবাবে লুই এনরিকেকে।