মরণগ্রুপ থেকে অসাধারণ উত্থান! পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া - ২ (কিম ইয়ং-গোওন, হোয়াং হি-চ্যান)
পর্তুগাল - ১ (রিকার্ডো হোর্তা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুর্দান্ত প্রত্যাবর্তন হয়ত একেই বলে। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট, শেষ ম্যাচে সামনে পর্তুগাল, জেতাই একমাত্র রাস্তা, হেড কোচ লাল কার্ডের জেরে গ্যালারিতে বসে। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে অসাধারণ জয় হাসিল করল দক্ষিণ কোরিয়া।
৫ মিনিটে দিওগো দালোটের ক্রসে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা৷ শেষ ষোলোয় আগেই যোগ্যতা অর্জন করায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামিয়েছিল পর্তুগাল। যদিও শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো।
কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া জেতার জন্য মরিয়া হয়। ২৭ মিনিটে কোরিয়ার কর্নার ক্লিয়ার করতে পারেননি রোনাল্ডো, আর সেই বল পেয়ে গোল করেন ডিফেন্ডার কিম ইয়ং-গোওন। এরপর কোরিয়ান গোলকিপার কিম সুয়েং-গিয়ু বেশ কিছু দুর্দান্ত সেভ করেন।
এদিকে দ্বিতীয়ার্ধে পর্তুগাল ও কোরিয়া দুই দলই আক্রমণ করে। রোনাল্ডোকে তুলে নেওয়া হয় এবং পর্তুগালের আক্রমণ আরও বাড়ান কোচ ফার্নান্দো স্যান্টোস। মনে হচ্ছিল, খেলা ড্রয়ের দিকে গড়াবে এবং কোরিয়া ছিটকে যাবে।
কিন্তু ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে কাউন্টার অ্যাটাকে প্রায় ৭০ গজ দৌড়ন সন হিউন-মিন। সেখান থেকে দুর্দান্ত একটি পাস বাড়ান হোয়াং হি-চ্যানের উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি। আর শেষ অবধি জিতে যায় দক্ষিণ কোরিয়া।
অপর ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারালেও উরুগুয়ের পক্ষে যথেষ্ট ছিল না। কারণ পয়েন্ট, গোল পার্থক্য ও হেড টু হেড সমান থাকলেও গোল বেশি করার কারণে দক্ষিণ কোরিয়া উঠে যায় শেষ ষোলোয়।