দিনেদুপুরে চুরি! রবার্ট লেওয়ানডস্কির ব্যালন ডি অর না পাওয়া নিয়ে সরব ফুটবল বিশ্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্যারিসে রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর এই নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ফুটবল জগত। তবে একাধিক ফুটবল সমর্থক মনে করছেন, পুরষ্কারটি পাওয়া উচিত ছিল পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কির।
২০২১ সালে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতেন এবং সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তবে মেসি থাকাকালীন এফসি বার্সিলোনা লা লিগায় তৃতীয় স্থানে শেষ করে। অন্যদিকে রবার্ট লেওয়ানডস্কি বুন্দেশলিগা ও ইউরোপে গোল্ডেন বুট জেতার পাশাপাশি কিংবদন্তি গার্ড মুলারের জার্মান লিগে এক মরশুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডও ভাঙেন।
আর এই নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। অনেকেই মনে করছেন, স্রেফ জনপ্রিয়তার জোরে মেসি এই পুরষ্কার পেয়েছেন। আবার অনেকে মনে করছেন, বুন্দেশলিগার প্রতি ফ্রান্স ফুটবলের একটা বিরোধী মানসিকতা রয়েছে। বলা বাহুল্য, এর আগে ২০১২ সালে ফ্রাঙ্ক রিবেরি ও ২০১৩ সালে ম্যানুয়েল নয়্যার ব্যালন ডি অর জেতার মনোনয়নে থাকলেও জিততে পারেনি।
২০২০ সালে করোনার জেরে ব্যালন ডি অর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করা হয়। সেই বছর ট্রেবল জিতেছিলেন রবার্ট লেওয়ানডস্কি। এমনকি, স্বয়ং লিওনেল মেসি সপ্তমবার ব্যালন ডি অর পেয়ে লেওয়ানডস্কির বিষয়ে বলেন, "রবার্ট, তুমি ব্যালন ডি অরের যোগ্য। গত বছর, প্রত্যেকেই জানত যে তুমি এই পুরষ্কার জেতার যোগ্য দাবিদার।"
দেখে নেওয়া যাক কি বলছে সোশ্যাল মিডিয়া -