১৬ বছরের আগ্রাসনের অবসান! সের্জিও র্যামোসের বিদায়ে যেন এক টুকরো ঐতিহ্য হারাল রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা ১৬ বছর ক্লাবকে খ্যাতির চূড়ায় নিয়ে যাওয়ার পর, শেষ অবধি বিদায় জানালেন অধিনায়ক। বুধবার রিয়াল মাদ্রিদের তরফ থেকে জানানো হয়, চলতি মাসের শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অভিজ্ঞ ডিফেন্ডার সের্জিও র্যামোস। বৃহস্পতিবার র্যামোসের উদ্দেশ্যে বিশেষ বিদায় সম্বর্ধনার আয়োজন করবেন প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ।
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, গত বছর থেকে চুক্তিবৃদ্ধির বিষয়ে কথা বলছিলেন র্যামোস ও পেরেজ। দুই বছরের জন্য রিয়ালে চুক্তিবৃদ্ধি চেয়েছিলেন র্যামোস, কিন্তু বর্তমানে নিজের নয়া বিধি মেনে সেটি করেননি ফিওরেন্তিনো পেরেজ। পেরেজ নয়া বিধি নিয়েছেন, ৩০ উর্ধ্ব খেলোয়াড়দের চুক্তি নবীকরণ করবেন না তিনি। আর সেই বিধি ভাঙেননি দলের অধিনায়কের জন্য।
মাদ্রিদের হয়ে ৬৭১টি ম্যাচ, ১০১টি গোল করা র্যামোস আগামী দিনে কোন দলে যাবেন, এই নিয়ে জল্পনা রয়েছে। আপাতত র্যামোসকে পেতে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ারদিওলা মরিয়াভাবে চাইছেন এই অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডারকে পেতে। নিজের তারকাসমৃদ্ধ ডিফেন্সে অভিজ্ঞতা ও নেতৃত্বসুলভ মানসিকতা আনতেই র্যামোসকে চাইছে সিটি।
জানা গিয়েছে, ২০২৩ অবধি চুক্তির অফার দিয়েছে সিটি, যেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে র্যামোসের কাছে। যেখানে তিনি হয় ম্যান সিটির হয়ে খেলবেন, নইলে সিটি গ্রুপের অন্য কোনও দেশের কোনও দলের হয়েও খেলতে পারেন।