মেসির পর পিএসজি ছাড়ছেন সের্জিও র্যামোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই বছর আগে যে তারকাখচিত দল তৈরি করেছিল প্যারিস সেইন্ট জার্মেইন, তা যেন ভেঙে পড়তে শুরু করেছে। চলতি মরশুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি, এমনটা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্যারিসের ক্লাব ছাড়ছেন অভিজ্ঞ ডিফেন্ডার সের্জিও র্যামোস।
আরও পড়ুন - পিএসজিতে লিওনেল মেসির অধ্যায় শেষ
পিএসজি নিজের সোশ্যাল মিডিয়ায় র্যামোসের বিদায়ের কথা ঘোষণা করে। আগামী রবিবার ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে মেসির সাথেই পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচ খেলবেন র্যামোস।
নিজের ইনস্টাগ্রামে র্যামোস লিখেছেন, "রবিবার একটি বিশেষ দিন, রবিবার আমার জীবনের আরও এক পর্যায়কে বিদায় জানাব। পিএসজিকে বিদায়। আমি জানি না একজন কত জায়গাকে নিজের ঘর হিসেবে ভাবে, কিন্তু কোনও সন্দেহ নেই, পিএসজি, তাদের সমর্থকরা, আর প্যারিস আমার কাছে ঘরের মতই ছিল।"
পিএসজির হয়ে ৩৭ বছরের এই স্প্যানিশ ডিফেন্ডার ৫৭টি ম্যাচ খেলেছেন, জিতেছেন দুটি ফরাসি লিগ। এবার যা সম্ভাবনা, সৌদি আরবের লিগে খেলতে পারেন র্যামোস।