ব্যালন ডি অর জেতার জন্য সতীর্থ লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন সের্জিও র্যামোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী আজ একই দলে। একাধিক এল ক্লাসিকোর মহারণে মুখোমুখি হওয়া লিওনেল মেসি ও সের্জিও র্যামোসের শত্রুতা আজ বন্ধুত্বে পরিণত হয়েছে পিএসজিতে এসে। আর এবার ব্যালন ডি অর জেতার জন্য সতীর্থ মেসিকেই এগিয়ে রাখছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
চোট সারিয়ে ফরাসি লিগে সেইন্ট এটিয়েনের বিরুদ্ধে পিএসজির হয়ে অভিষেক করেন সের্জিও র্যামোস, খেলেন লিওনেল মেসির সাথে। আর ম্যাচের পর র্যামোস জানিয়েছেন, রেকর্ড সপ্তমবার বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পেতে পারেন মেসি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে র্যামোস বলেছেন, "অবশ্যই জিতবে। আমি আমার দলের ছেলেদের পাশে থাকব। আমি ওকে শুভেচ্ছা জানানি। ও দারুণ কাঠামোর মধ্যে রয়েছে, আর আমার মনে হয় ও এমন একজন খেলোয়াড় যে পার্থক্য গড়ে দিতে পারে। ও একজন অনন্য খেলোয়াড় এবং আমাদের সৌভাগ্য ওকে আমাদের দলে পেয়ে।"
"আমার মনে হয় আমরা অল্প অল্প করে প্রত্যেকে নিজেদের মান তুলে ধরে এই প্যারিস সেইন্ট জার্মেইন দলকে আরও সেরা করে তুলব এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছব।"