ম্যাচের মাঝে বুকে ব্যাথা আগুয়েরোর! তিন মাস ফুটবল থেকে বাইরে অভিজ্ঞ আর্জেন্টাইন ফরোয়ার্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন এফসি বার্সিলোনার তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। এরপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।
এবার এফসি বার্সিলোনার তরফ থেকে খবর এসেছে, বিশিষ্ট ডাক্তার জোসে ব্রুগাডার কাছে ডায়গনোস্টিক ও থেরাপেউটিক প্রক্রিয়ার মধ্যে থাকবে। আর এর জেরে আগামী তিন মাস তিনি ফুটবলের বাইরে থাকবেন এবং সেই সময় তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
সেই ম্যাচে ৪০ মিনিট অবধি আগুয়েরো খেলেন, কিন্তু বুকে অস্বস্তির পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, আর নামানো হয় ফিলিপে কুটিনহোকে। এর ফলে বার্সিলোনার হয়ে তো বটেই, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামাটাও অনিশ্চিত হয়ে গেল আগুয়েরোর।