খেলার মাঝেই বুকে ব্যাথা অনুভব করেন সের্জিও আগুয়েরো! ভর্তি হন হাসপাতালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার লা লিগায় আলাভেসের সাথে ১-১ ড্র করে এফসি বার্সিলোনা। কিন্তু সেই ম্যাচে প্রথম থেকে শুরু করা তারকা ফরোয়ার্ড সের্জিও আগুয়েরোকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। এবং এর জেরে ম্যাচ চলাকালীন ক্যাম্প ন্যুতে মাঠের মধ্যে চিকিৎসা হয় আগুয়েরোর।
এর পর ফিলিপে কুটিনহোকে মাঠে নামিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি করানো হয় ৩৩ বছরের এই আর্জেন্টাইন সুপারস্টারকে। সেখানে তার কার্ডিয়াক সংক্রান্ত কিছু পরীক্ষা করা হবে। এফসি বার্সিলোনার তরফ থেকে এমনটাই জানানো হয়।
এই প্রথম বার্সিলোনার হয়ে শুরু করেন সের্জিও আগুয়েরো। চলতি মরশুমের শুরুতে ফ্রিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সিলোনায় যোগ দেন আগুয়েরো। কিন্তু চোটের জেরে সেভাবে খেলতে পারেননি আর্জেন্টাইন এই তারকা।