যুব দলের মতো টাকা পান বার্সেলোনার এই তারকা ডিফেন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক রেমনটাডা থেকে শুরু করে বিখ্যাত এল ক্লাসিকো জয়, শেষ কয়েক বছরে বার্সেলোনা দলের সমস্ত ভালো-মন্দ মুহূর্তের অন্যতম সদস্য ছিলেন বার্সেলোনার এই তারকা রাইট ব্যাক। কিন্তু বর্তমানে তাঁর বেতন একজন যুব দলের খেলোয়াড়ের সমান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সার্জি রবার্তোর সম্পর্কে।
রবার্তোর সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ আর মাত্র ৬ মাস। রবার্তো চাইছেন তাঁর প্রিয় দলের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি। তবে বর্তমান সময়, বার্সেলোনার করুণ আর্থিক অবস্থার কারণে রবার্তো সহ বেশ কিছু খেলোয়াড় বেতন কমিয়ে খেলছেন । রবার্তোর বেতন কমে যে সংখ্যায় দাঁড়িয়েছে তা বার্সেলোনা বি দলের খেলোয়াড়দের বেতনের সমান।
সম্প্রতি আরেসি১ সংবাদ মাধ্যমকে রবার্তো জানিয়েছেন, "এই মুহূর্তে আমি যা বেতন পাচ্ছি তাতে মনে হবে আমি সবে বার্সেলোনা বি থেকে প্রধান দলে উত্তির্ণ হয়েছি। কিন্তু আমি এটি গর্বের সাথে করছি কারণ আমি এখানেই থাকতে চাই। আমার জন্য আর্থিক সমস্যা খুব একটা গুরুত্বপূর্ন নয়।"
এর সাথে রবার্তো যোগ করেছেন, "নতুন চুক্তির বিষয় আমরা এখনও কথাবার্তা শুরু করিনি, তবের আমার ইচ্ছে বার্সেলোনাতেই থাকার। দলের কোচিং স্টাফেরা জানিয়েছেন আমাকে নিয়ে দল খুশি এবং তাঁরা চান আমি বার্সেলোনাতেই থাকি।"
সব মিলিয়ে বার্সেলোনার প্রতি রবার্তোর এই অসম্ভব ভালোবাসাই তাঁকে স্পেশাল করে তুলেছে অন্যান্যদের থেকে।