সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ পরে মাঠে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রবাদপ্রতিম খেলোয়াড় ও কোচ সুভাষ ভৌমিক গত হয়েছেন দুদিন আগে। তার জেরে গোটা ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া বিদ্যমান। তাই তাঁকে শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার প্র্যাকটিস শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে গোটা লাল হলুদ টিম।
এবার তাঁরা আইএসএলের ম্যাচ কমিটির কাছে আবেদন করেছিল মাঠে কালো ব্যাজ পরে নামা যাবে কি না। সেই আবেদন আজ ম্যাচ শুরুর আগে মঞ্জুর হয়েছে।
এত বড় মাপের একজন খেলোয়াড় ও কোচ হওয়া সত্ত্বেও তার প্রয়াতের পর আইএসএল কমিটির গা ছাড়া ভাবের জন্য সমালোচিত হচ্ছিল বিভিন্ন মহলে। এবার নিজের গরজে এমন এক সিদ্ধান্ত নেওয়ায় এসসি ইস্টবেঙ্গল যে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিল তা বলাই যায়। তাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন ফুটবল মহল।