দলের শক্তি বুঝে নিতে আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এটিকে মোহনবাগান বাদে বাকি আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা একে অপরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শক্তি ও দূর্বলতা বুঝে নিচ্ছে। এবার একই পথে হাঁটছে এসসি ইস্টবেঙ্গলও।
আগামী ১৪ নভেম্বর অর্থাৎ রবিবার গত আইএসএলের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার নাগোয়া গ্রাম পঞ্চায়েত ফুটবল মাঠে বিকেল চারটে থেকে এই ম্যাচ আয়োজিত হবে।
ইতিমধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার দুই দল ভাস্কো ও সালগাওকার এবং গতবারের আইলিগ জয়ী গোকুলাম কেরালার বিরুদ্ধে নেমেছে লাল-হলুদ ব্রিগেড, আর তিনটিতেই জিতেছে তারা। তবে এবার কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি হবে মানোলো ডিয়াজের ছেলেরা। আর কঠিন ম্যাচ থেকেই দলের যাবতীয় শক্তি ও দূর্বলতা ধরে নেওয়া যাবে।