এসসি ইস্টবেঙ্গলের নজরে এবার জাইমে কোলাডো ও জোসেবা বেইতিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলে ইতিমধ্যেই বেশ খারাপ জায়গায় এসসি ইস্টবেঙ্গল। লিগ টেবিলে একেবারে শেষে ধুঁকছে লাল-হলুদ ব্রিগেড। তবে নতুন কোচ মারিও রিভেরার আগমণে লাল-হলুদে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
মূলত বিদেশীদের পারফর্মেন্স নিয়ে ক্ষোভ উঠে আসছে সমর্থকদের মধ্যে। এবার মারিও চাইছেন, চেনা বিদেশীদের এনে ইস্টবেঙ্গলের অবস্থাকে কিছুটা ভালো করতে। আর সেই কারণে এসসি ইস্টবেঙ্গলের টার্গেটে এলেন দুই স্প্যানিশ মিডফিল্ডার জাইমে স্যান্টোস কোলাডো ও জোসেবা বেইতিয়া।
শোনা যাচ্ছে, বেইতিয়া ও কোলাডোর সাথে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন মারিও, এবং টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছে যাতে এই দুই বিদেশীকে নেওয়া হয়। সেই মত কোলাডো ও বেইতিয়ার এজেন্টদের সাথে কথা চলছে এসসি ইস্টবেঙ্গলের। বলা বাহুল্য, এই দুই ফুটবলারই ভারতীয় ফুটবলে বেশ সফল।
জাইমে স্যান্টোস কোলাডো বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। জানুয়ারিতে বলিভিয়ান প্রথম ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো পালমাফিয়োর থেকে রিলিজ পান কোলাডো। এদিকে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়ে আইলিগ খেলার কথা বেইতিয়ার। কিন্তু করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য আইলিগ স্থগিত হওয়ায় বেইতিয়াও নতুন ক্লাব খুঁজছেন। ফলে এই দুই স্প্যানিয়ার্ডকে আনার ক্ষেত্রে খুব সমস্যা হবে না ইস্টবেঙ্গলের।