শক্তিশালী হায়দ্রাবাদকে আটকাতে তিন বিদেশীতে নামতে বাধ্য ইস্টবেঙ্গল! দেখে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আইএসএলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল। লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নামতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। হায়দ্রাবাদ এই মরশুমে কেবল একটি ম্যাচেই হেরেছে, গোল করেছে ১১টি আর গোল খেয়েছে ছয়টি - সুতরাং লড়াইটা বেশ কঠিন হবে লিগ টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গলের।
আন্তোনিও পেরোসেভিচের না থাকাটা বড় ধাক্কা হবে ইস্টবেঙ্গলের জন্য। তবে কোচ ম্যানুয়েল ডিয়াজ সে নিয়ে চিন্তিত নন। বলবন্ত সিং ও ড্যানিয়েল চিমার মত ফরোয়ার্ডদের নিয়েই কাজ চালাতে চান তিনি। এদিকে হায়দ্রাবাদে বার্তোলোমেউ ওগবেচে, রোহিত দানু ও জোয়াও ভিক্টরের দাপট অব্যাহত রয়েছে।
গোলে যথারীতি অরিন্দম ভট্টাচার্যই শুরু করবেন। দুই সাইডব্যাকে রাজু গায়কোয়াড় ও হীরা মন্ডল থাকবেন। এদিকে ফ্রাঞ্জো পর্চের অনুপস্থিতিতে আদিল খানকে প্রথম থেকে খেলানো যেতে পারে টমিস্লাভ মর্চেলার সাথে।
মিডফিল্ডে ফিরছেন আমির ডেরভিসেভিচ। সৌরভ দাস, নাওরেম মহেশ সিং ও মহম্মদ রফিককে নিয়ে মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন আমির। আর ফরোয়ার্ডে বলবন্ত সিংকে রেখে আপ ফ্রন্টে রাখা হতে পারে ড্যানিয়েল চিমাকে।
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য, হীরা মন্ডল, আদিল খান, টমিস্লাভ মর্চেলা, রাজু গায়কোয়াড়, সৌরভ দাস, আমির ডেরভিসেভিচ, মহম্মদ রফিক, নাওরেম মহেশ সিং, ড্যানিয়েল চিমা, বলবন্ত সিং।