নতুন বছরে আসবে প্রথম জয়? প্রত্যয়ী বেঙ্গালুরুর বিরুদ্ধে ভিন্ন ধাঁচে নামতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের দুই শেষের দিকের দলের মধ্যে খেলা হবে বাম্বোলিমে। এক দিকে ফর্ম ফিরে পাওয়া বেঙ্গালুরু এফসি, অন্যদিকে ধুঁকতে থাকা এসসি ইস্টবেঙ্গল। আপাতত এবারের আইএসএলে একটিও জয় নেই লাল-হলুদ ব্রিগেডের, কোচ ম্যানুয়েল ডিয়াজও বিদায় নিয়েছেন। এই পরিস্থিতিতে নতুন বছরে নতুন মেজাজে শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল।
অন্তর্বর্তীকালীন হেড কোচ রেনেডি সিং সহ গোটা টিম ম্যানেজমেন্ট আশা রাখছে, জয় আসছে খুব শীঘ্রই। তবে বেঙ্গালুরু এফসি ইদানিং ছন্দে ফিরেছে। গত তিন ম্যাচে হারেনি বেঙ্গালুরু, গত ম্যাচে চেন্নাইন এফসিকে ৪-২ গোলে হারিয়েছে। সুতরাং ইস্টবেঙ্গলের কাছে বেশ কঠিন হবে, তা বলাই যায়।
চোট সারিয়ে সম্ভবত মাঠে ফিরতে চলেছেন অঙ্কিত মুখার্জি। সেক্ষেত্রে হীরা মন্ডলের সাথে সাইডব্যাকে অঙ্কিতের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের কাছে স্বস্তিদায়ক। এদিকে ফ্রাঞ্জো পর্চের চোট না সেরে ওঠায় টমিস্লাভ মর্চেলার সাথে দায়িত্ব সামলাবেন রাজু গায়কোয়াড়। অরিন্দম ভট্টাচার্য যথারীতি গোলে থাকবেন।
এদিকে মাঝমাঠে পাঁচজনকে নামাতে পারেন রেনেডি সিং। আমির ডেরভিসেভিচের সাথে মহম্মদ রফিক ও সৌরভ দাস মাঠের মাঝখানের খেলা পরিচালনা করবেন। দুই প্রান্ত থেকে লালরিয়ানা হামতে ও অমরজিত সিং কিয়াম আক্রমণ হানবেন। এদিকে সিঙ্গল স্ট্রাইকার সাথে খেলতে পারেন ড্যানিয়েল চিমা।
একপ্রকার বাধ্য হয়েই তিন বিদেশীতে নামতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। তবে চার বিদেশীতে নেমেও তেমন লাভ যখন হয়নি, তখন তিন বিদেশীতে এর থেকে খারাপ আর কিই বা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য!
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), টমিস্লাভ মর্চেলা, হীরা মন্ডল, রাজু গায়কোয়াড়, অঙ্কিত মুখার্জি, আমির ডেরভিসেভিচ, মহম্মদ রফিক, লালরিয়ানা হামতে, সৌরভ দাস, অমরজিত সিং কিয়াম, ড্যানিয়েল চিমা।