এটিকে মোহনবাগানের বিরুদ্ধে একাধিক পরিবর্তন করতে চলেছে ইস্টবেঙ্গল, দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। গত মরশুমে আইএসএলের কলকাতা ডার্বিতে দুই পর্বেই হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। এবার হারের হ্যাটট্রিক রোখার দায়িত্ব নতুন কোচ জোসে ম্যানুয়েল ডিয়াজের।
গত মরশুমের থেকে আরও বেশি শক্তিশালী এটিকে মোহনবাগানের আক্রমণভাগ, এই পরিস্থিতিতে ডিফেন্সকে শক্তিশালী করতে হবে ইস্টবেঙ্গল। তবে সবুজ-মেরুণের মিডফিল্ড ও ডিফেন্সকে আঘাত করতে চাইবেন ডিয়াজ। আর সেই কারণেই, দলে কিছু পরিবর্তন আনতে পারে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
লিস্টন-মনবীরের উইং থেকে রান রুখতে সম্ভবত মহম্মদ রফিককে উইংব্যাক থেকে সরিয়ে রাজু গায়কোয়াড়কে তার ডিফেন্সিভ ক্ষমতার জন্য আনা হতে পারে। এছাড়া দুই বিদেশী ডিফেন্ডার ফ্রাঞ্জো পর্চে ও টমিস্লাভ মর্চেলাকেই ডিপ ডিফেন্সেই রাখবেন কোচ।
মাঝমাঠে খেলা বাড়াতে আমির ডেরভিসেভিচকে নামাতে পারেন ম্যানুয়েল ডিয়াজ। এদিকে লালরিয়ানান হামতের জায়গায় জ্যাকিচাঁদ সিংকে আনা হতে পারে। এছাড়া ওয়াহেংবাম আঙ্গৌসানার পরিবর্তে নামতে পারেন ডেরভিসেভিচ। এদিকে সৌরভ দাস ও অমরজিত সিং কিয়ামের একজন নামতে পারেন প্রথম একাদশে।
আর এর জেরে ড্যানিয়েল চিমাকে প্রথম একাদশ থেকে বসাতে পারেন স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে বলবন্ত সিংকে আক্রমণে সুযোগ দেওয়া হতে পারে। পরিবর্ত হিসেবে ড্যানিয়েল চিমা নামতে পারেন।
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক / গোলকিপার), রাজু গায়কোয়াড়, টমিস্লাভ মর্চেলা, ফ্রাঞ্জো পর্চে, হীরা মন্ডল, জ্যাকিচাঁদ সিং, আমির ডেরভিসেভিচ, সৌরভ দাস / অমরজিত সিং কিয়াম, বিকাশ জাইরু, আন্তোনিও পেরোসেভিচ, বলবন্ত সিং।