জয়ের ধারা অব্যাহত রাখতে আজ মাঠে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, কেমন হবে আজকের টিম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক নিয়ে জর্জরিত এস সি ইস্টবেঙ্গলকে এসেই জয়ের মুখ দেখিয়েছেন নতুন কোচ মারিও রিভেরা। আসতে আসতে টিমের দমবন্ধ করা পরিবেশ কাটছে, সবাই আবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন। কিন্তু আজ আবার সামনে লীগের অন্যতম কঠিন দল হায়দ্রাবাদ এফসি। প্রথম পর্বের খেলায় এগিয়ে গিয়েও ডিফেন্সের ভুলে ম্যাচ অমীমাংসিত করে আসতে হয়েছিল লাল হলুদ দলকে। কিন্তু বিগত ৪ ৫ ম্যাচে লাল হলুদ রক্ষণভাগ বেশ ভরসা জুগিয়েছে। তাই আজ নিজেদের জয়ের রথ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা।
আজ লাল হলুদ কোচের হাতে অনেক বিকল্প। করোনা কাটিয়ে দলে ফিরেছেন লাল হলুদের ভরসাযোগ্য লেফট ব্যাক হীরা মন্ডল। পাঁচ ম্যাচের নির্বাচন কাটিয়ে দলে ফিরেছেন পেরিসোভিচ, এমনকি নিজের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে টিমের সাথে বেশ ভালোভাবে প্র্যাকটিস করেছেন নতুন বিদেশি স্ট্রাইকার মার্সেলো।
তাই খানিকটা স্বস্তিতে থাকলেও তাঁর সেই শান্তির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে হায়দ্রাবাদের ইদানিং ফর্ম, বিশেষত তাদের স্ট্রাইকার বার্থলোমিউ ওগবেচে। যিনি কি না আইএসএলের এই মরশুমে গোল্ডেন বুট পাওয়ার অন্যতম দাবিদার। তাঁকে আটকানোটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মারিওর। মারিও বলেন, "আমার মতে, হায়দরাবাদ এই প্রতিযোগিতার অন্যতম সেরা দল। আক্রমণ এবং রক্ষণ দু’দিকেই ভারসাম্য রাখে। ওদের কোচ খুব ভাল। দ্রুত গতির এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন। ওদের দলে বার্থোলোমিউ ওগবেচে রয়েছে, যে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। তাইআমাদের সাবধানে থাকতে হবে।"
এবার দেখে নিন আজ এস সি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ :
গোলকিপার : অরিন্দম
ডিফেন্স : অঙ্কিত মুখার্জি, পর্সে,আদিল, হীরা
মাঝমাঠ : সৌরভ দাস, আঙ্গুসানা, সিডয়েল
আক্রমন : রফিক, পেরিসোভিচ, মহেশ।