বিদেশীদের নিয়ে এই তারিখে ভারতে আসছেন রবি ফাউলার! প্রাক-মরশুম নিয়ে বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াড তৈরি করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বাকি রয়েছে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন, বিদেশীদের নির্বাচনে ঠিক কি হবে? এই বিষয়টি পুরোপুরি রয়েছে হেড কোচ রবি ফাউলারের উপর। তিনি পছন্দ করে বিদেশী ফুটবলার নিয়োগ করবেন।
ম্যানেজমেন্ট সূত্রে খবর, ইংল্যান্ডে খেলা বেশ কিছু বিদেশীর কথা দলকে জানিয়েছেন ফাউলার। সেই মত সেই খেলোয়াড়দের সাথে কথাবার্তা চলছে ম্যানেজেমেন্টের। জানা গিয়েছে, যদি বিদেশী বাছাই হয়ে যায়, তাহলে নিজের সাপোর্ট স্টাফদের নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে আসতে পারেন রবি ফাউলার।
আপাতত সিদ্ধান্ত হয়েছে, একেবারে গোয়ায় নিজেদের বেস ক্যাম্পে চলে যাবে ফাউলার অ্যান্ড কোম্পানি। এদিকে, ফতোরদার ডন বস্কো মাঠটি নির্বাচিত করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনের জন্য।
এছাড়া ম্যানেজমেন্ট সূত্রে খবর এসেছে, চলতি মাসের শেষের দিকে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করবে এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। সেক্ষেত্রে কিছুটা দেরিতেই প্রস্তুতিতে যোগ দেবেন ফাউলার ও বিদেশীরা। কোয়ারেন্টিন কাটিয়ে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ অনুশীলনে নামবেন হেড কোচ রবি ফাউলার ও তার সাপোর্ট স্টাফ এবং বিদেশীরা।