ওড়িশা ম্যাচে শুরু করবেন শুভম, নতুনভাবে মাঠে নামার বার্তা দিলেন ম্যানুয়েল ডিয়াজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে এগিয়ে থেকে ড্র, দ্বিতীয় ম্যাচে করুণ পরাজয় - এসসি ইস্টবেঙ্গলের দায়িত্বে এসে বেশ খারাপ শুরু কোচ জোসে ম্যানুয়েল ডিয়াজের। এবার সামনে ওড়িশা এফসি, যারা এবারের মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দারুণ শুরু করেছে।
এই পরিস্থিতিতে ওড়িশার বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ হেডস্যার। ম্যাচের আগে এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক তথ্য তুলে ধরলেন ম্যানুয়েল ডিয়াজ।
আগামী ম্যাচ নিয়ে ডিয়াজ বলেছেন, "ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের লক্ষ্য থাকবে জেতা এবং তিন পয়েন্ট দখল করা।"
গত ম্যাচে মাঝপথে উঠে যাওয়া গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের চোট লেগেছিল। তার আপডেট দিয়ে ম্যানুয়েল বলেছেন, "আমরা এখনও অরিন্দমের চোটের গুরুত্ব বোঝার চেষ্টা করছি, আমরা দেখছি বিষয়টি কি দাঁড়ায়। শুভম সেন গোলের নীচে দাঁড়াবেন।"
এটিকে মোহনবাগান ম্যাচের দুই দিন পরেই ওড়িশা ম্যাচ। যার ফলে দলে বেশ কিছু পরিবর্তন আসবে, তা নিশ্চিত করলেন ম্যানুয়েল। তিনি বলেছেন, "এটিকে মোহনবাগান ম্যাচ থেকে আমাদের কিছু পরিবর্তন করতে হবে কারণ সেই ম্যাচে শুরু করা খেলোয়াড়রা কেবল একটি দিন পেয়েছিল নিজেদের সুস্থ করতে।"
এটিকে মোহনবাগান ম্যাচের হতাশা কাটিয়ে ওড়িশা ম্যাচে কিভাবে নামবে দল? এর জবাবে ম্যানুয়েল বলেছেন, "এটি একটি নতুন ম্যাচ এবং সকল খেলোয়াড় ও টেকনিকাল স্টাফ মান বাড়াতে চায় এবং দলের ভাবমূর্তি উন্নত করতে চায়।"
শেষে আগামী দিনে দলগঠন নিয়ে ম্যানুয়েল বলেছেন, "দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একমাত্র লক্ষ্য হল সেরা একাদশ নির্বাচন করা এবং এসসি ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ জেতা। দলের প্রত্যেকে সুযোগ পাবে আগামী দিনে।"