আন্ডারডগ তকমাতে আমাদের কিছু যায় আসে না - ডার্বির আগে ফোকাসড ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কলকাতা ডার্বি, আর এই নিয়ে চুড়ান্ত প্রস্তুতি চলছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের। যদিও এই ডার্বিতে ফেভারিট মেরিনার্সরাই, তবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড মরিয়া এই ম্যাচে জয় পেতে মরিয়া।
আর সেই কারণে বড় ম্যাচ নিয়ে বেশ ফোকাসড লাল-হলুদ কোচ জোসে ম্যানুয়েল ডিয়াজ। আর সেই মরিয়াভাবই দেখা দিল তার বার্তায়। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ আত্মবিশ্বাসী ও ফোকাসড দেখাচ্ছিল লাল-হলুদের হেডস্যারকে।
ডার্বির উত্তেজনা নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "কলকাতা ডার্বি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে এই নির্দিষ্ট ম্যাচের গুরুত্ব জানি। স্পেন ও মেক্সিকোয় দায়িত্বে থাকাকালীন একাধিক ডার্বি দেখে এসেছি।"
মরশুমের দ্বিতীয় ম্যাচই এই কলকাতা ডার্বি, তবে সেটিকে অজুহাত হিসেবে খাঁড়া করতে নারাজ ডিয়াজ। তিনি বলেছেন, "আমি জানি যে এটা আমাদের দ্বিতীয় সরকারি ম্যাচ, কিন্তু আমরা কোনও অজুহাত খুঁজছি না। আমরা আমাদের সেরাটা দেব, তবে আমরা জানি এটিকে মোহনবাগান খুব ভালো একটি দল এবং একজন ভালো কোচের অধীনে রয়েছে যিনি আইএসএল যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন।"
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলায় কোনও ভুল করতে চান না ডিয়াজ। তিনি বলেছেন, "আমাদের একটি শক্ত ভিত্তি রয়েছে। ফোকাস থাকবে যতটা কম সম্ভব ভুল করা এবং এটিকে মোহনবাগানের দূর্বলতাগুলির সুযোগ নেওয়া।"
মাঝমাঠকে শক্তিশালী রাখতে কি খেলবেন ড্যারেন সিডোয়েল? এর জবাবে ডিয়াজ বলেছেন, "ড্যারেন খুব ভালো খেলোয়াড় এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্রত্যেকেই শনিবারের ম্যাচের জন্য উপস্থিত রয়েছে।"
ডার্বির আগে ইস্টবেঙ্গলকে আন্ডারডগ আখ্যা দেওয়া হচ্ছে। সে নিয়ে স্প্যানিশ কোচের বক্তব্য, "আন্ডারডগ নামটাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের শক্তিশালী জায়গাগুলিতে খেলব। যদিও এটিকে মোহনবাগানের খুব ভালো মরশুম গিয়েছে গত মরশুমে, এবং ওদের এমন একটি দল রয়েছে যারা অনেক মরশুম ধরে এক সাথে খেলে এসেছে। আমরা তৈরি।"
ডার্বির আগে কেমন হবে দলের স্ট্র্যাটেজি ও ফর্মেশন? এই নিয়ে ডিয়াজ বলেছেন, "আমরা বিভিন্ন অপশন ও কম্বিনেশনে কাজ করছি, কারণ আরও অনেক ম্যাচ রয়েছে যেখানে আমাদের অল্প সময়ের মধ্যে খেলতে হবে এবং আমরা সমস্ত অপশন খোলা রেখেছি।"