কেরালা ব্লাস্টার্সকে টপকে তরুণ উইঙ্গার জেরিকে নিতে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওড়িশা এফসির তরুণ উইঙ্গার জেরি মাউইয়াকে পেতে আগ্রহ দেখিয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গল। আগামী ৩১ মে অবধি চুক্তি রয়েছে জেরির, এবং নয়া চ্যালেঞ্জের জন্য অন্য ক্লাবে যেতে চাইছেন ২৪ বছরের এই ফুটবলার।
যা সম্ভাবনা, জেরিকে পাওয়ার জন্য লড়াইয়ে কেরালাকে টপকে এগিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, কেরালার অফারে অসন্তুষ্ট জেরির এজেন্ট, এদিকে এসসি ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে এই মিজো ফুটবলারের সাথে।
যদিও ক্লাব ও ইনভেস্টরের সংঘাতের জেরে জেরিকে নিয়ে এসসি ইস্টবেঙ্গলের চুড়ান্ত কথাবার্তা শেষ হয়নি। ফলে কেরালা যদি আরও ভালো অফার প্রদান না করে, আর যদি সমস্যা মিটে যায়, তাহলে জেরি লাল-হলুদ শিবিরে আসছেন, তা কার্যত স্পষ্ট।
এবারের আইএসএলে দুরন্ত পারফর্ম করেছেন জেরি। লিগের একেবারে শেষ স্থানে ওড়িশা থাকলেও যে কয়েকজন খেলোয়াড় নজর কেড়েছেন, তাদের একজন হলেন জেরি। ১৭ ম্যাচে দুই গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন এই মিজো উইঙ্গার।