পৃথিবীর দুই মেরুতে থেকেও ভৌমিক স্যারের স্মরণে কথা হারালেন সন্দীপ-ডগলাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুভাষ ভৌমিকের প্রয়াণে যেন ভারতীয় ফুটবল অভিভাবকহীন হয়ে গেল। অসংখ্য দেশী ও বিদেশী ফুটবলারকে নিজের হাতে গড়ে তুলেছিলেন, শিখরে নিয়ে গিয়েছিলেন। তাদেরই দুইজন হলেন সন্দীপ নন্দী ও ডগলাস ডি সিলভা।
আজ এই দুই প্রাক্তন ফুটবলার পৃথিবীর দুই ভিন্ন মেরুতে থাকলেও সুভাষ ভৌমিকের প্রয়াণে দুজনেই শোকাহত। আর সেই শোকবার্তা এক্সট্রা টাইম বাংলার সাথে শেয়ার করলেন সন্দীপ ও ডগলাস।
মহমেডানের নবনিযুক্ত গোলকিপার কোচ হয়ে প্রথমদিনেই এই খারাপ খবর মেনে নিতে পারছেন না সন্দীপ। তিনি বলেছেন, "দিনের শুরুটা আমার খারাপ গিয়েছে। ভোরবেলাতেই আমি খবর পাই, আমার প্রিয়, আমার জীবনের সর্বকালের সফলতম কোচ, সুভাষ স্যার আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গিয়েছেন। আমি এই খবরে শোকস্তব্ধ, মর্মাহত। আমার জীবনে ভৌমিক স্যারের অবদান কোনও অংশেই কম নয়। ওনার সম্বন্ধে যত বলা হবে তত কম হবে।"
"আজ আমি মহমেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হয়েছি। কিন্তু এই বিশেষ দিনে এমন খারাপ খবর পেয়ে সত্যিই আমি মর্মাহত, বলার মত ভাষা পাচ্ছি না। আশা করব ভৌমিক স্যার তারাদের দেশে ভালো থাকবেন, সুখে থাকবেন।"
এদিকে সুদূর ব্রাজিল থেকেও নিজের গুরুকে শ্রদ্ধার্ঘ্য দিতে ভোলেননি ডগলাস। এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, "সুভাষ ভৌমিকের বিষয়ে কথা বলাটা আমার পক্ষে খুব সহজ। ভারতে আসার পর উনি আমার জীবনে এক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। উনিই প্রধান কারণ ছিলেন যার জন্য আমি এক মরশুমের বেশি সময় ভারতে কাটিয়েছি।"
"সুভাষ ভৌমিক আমার জন্য বিশেষ একজন ছিলেন। উনি যেভাবে আমায় মোটিভেট করতেন, এটি এমন একটি বিষয় যা আমার জীবনে থেকে যাবে। যেভাবে উনি আমাদের অর্থাৎ বিদেশী খেলোয়াড়দের সাথে ব্যবহার করতেন, সত্যিই তা মনে রাখার মত ছিল। উনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, যেভাবে উনি আমার সাথে ব্যবহার করতেন, যেভাবে উনি আমার সাথে কথা বলতেন, আমার সব বিষয় নিয়ে খোঁজখবর রাখতেন।"