স্বস্তি মেরিনার্সদের! এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা জল্পনা ছিল, তা সত্যি হল। এটিকে মোহনবাগানে ফিরছেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিক থেকে রিলিজ পেয়ে পুনরায় সবুজ-মেরুণ ব্রিগেডে ফিরলেন সন্দেশ।
বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে সন্দেশের আগমণের কথা ঘোষণা করা হয়। ভারতে এসে কেবল সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সন্দেশকে। তবে যেহেতু কয়েক মাস আগে চোট-আঘাতে ভুগেছেন, ফলে ম্যাচ ফিট হতে সময় লাগবে সন্দেশের জন্য।
আশা করা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বির ফিরতি লেগে মাঠে নামবেন সন্দেশ। এখন এটিই দেখার, নতুন কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে কেমন পারফর্ম করেন সন্দেশ।