বিশ্বকাপ ট্রফি ছোঁয়া সেলিব্রিটি শেফ সল্ট বে নিষিদ্ধ হলেন একাধিক বড় অনুষ্ঠানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মাঠে ঢুকে খেলোয়াড়দের সাথে ছবি তোলার জন্য জোরাজুরি করেন সল্ট বে নামে পরিচিত সেলিব্রিটি শেফ নুসরাত গোকসে। আর এমন পরিস্থিতিতে পড়ে বিরক্ত হয়েছিলেন মেসি সহ আর্জেন্টিনার ফুটবলাররা। এমনকি, যে বিশ্বকাপ কোনও রাষ্ট্রনেতা বা বড় ব্যক্তিত্বও ছুঁতে পারেন না, সেই ট্রফিটি ধরেও ছবি তোলেন।
আর সেই সল্ট বে বিশ্বকাপে এমন আচরণ করেছেন, যার জন্য এবার একাধিক বড় ইভেন্ট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট ইউএস ওপেন কাপের ফাইনালে প্রবেশের অনুমতি দেওয়া হবে না সল্ট বেকে।
এছাড়াও, জনপ্রিয় র্যাপ উৎসব হিসেবে বিবেচিত হওয়া রোলিং লাউড মিউজিক ফেস্টিবালেও প্রবেশ করতে দেওয়া হবে না সল্ট বে-কে। টুইট করে এই খবর জানিয়েচে রোলিং লাউডের কর্তৃপক্ষরা।
সল্ট বে, বিশ্বের অন্যতম নামী শেফ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের খাবার পরিবেশন এবং বিশেষ উপায়ে মাংসের উপর নুন ছড়ানোর বিষয়ে তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, গ্রিস ও দুবাই জুড়ে মোট ২২টি রেস্তোরাঁ রয়েছে সল্ট বে-এর।