শনিবাসরীয় বড় ম্যাচ নিয়ে প্রতিপক্ষকে সমীহ করেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২৭ নভেম্বর ২০২১, ইন্ডিয়ান সুপার লিগের বড় ম্যাচ,যার মানে একদিকে সবুজ মেরুণ, আর একদিকে লাল হলুদ - কলকাতা ডার্বি। যার অর্থ ফুটবল জ্বরে কাবু বাংলার তথা ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ। আর সত্যি কথা বলতে কি মোহনবাগান আর ইস্টবেঙ্গল তো দুটো দলের নাম নয়, যেন মন্ত্রের নাম , যে মন্ত্র উচ্চারণে লাখ লাখ ফুটবল প্রেমী মানুষ জড়ো হতে পারে স্টেডিয়ামে, জড়ো হতে পারে টেলিভিশন বা রেডিও সেটের সামনে।
আর ২৭ তারিখের বড় ম্যাচ নিয়ে সবুজ মেরুনের প্রধান স্তম্ভ - রয় কৃষ্ণা, এটিকে মোহনবাগান এর মিডিয়া টিমকে জানান, "আমার এই ম্যাচে সবসময় প্রধান লক্ষ্য হবে দলকে ডার্বি জয়ে সাহায্য করাটা, সে নিজে গোল করেই হোক বা গোল করতে সাহায্য করেই হোক। তবে প্রত্যেক ম্যাচে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে রাখাও আমার কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ।"
এসসি ইস্টবেঙ্গলের শক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে কৃষ্ণা জানান, "আমি ওদের প্রথম খেলা দেখেছি, এই মরশুমে ওরা খুব ভালো দল এবং ওদের ব্যাকলাইন ও যথেষ্ট শক্তিশালী, আর সবথেকে বড় কথা ওদের গোলপোস্টের তলায় এবার অরিন্দম থাকবে, আর অরিন্দম গত সিজনের সেরা গোলকিপার হবার সুবাদে ওদের পক্ষে সুবিধেজনক তো হবেই।"
সব মিলিয়ে, এটিকে মোহনবাগানের ভরসা রয় কৃষ্ণা কিছুটা সমঝেই চললেন এসসি ইস্টবেঙ্গলকে।