রিপোর্ট : নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন বুমরাহ-পন্থ সহ একাধিক তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে একাধিক প্রথম একাদশের খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার যা সম্ভাবনা, টেস্ট সিরিজেও একই কাজ করা হবে। মূলত দক্ষিণ আফ্রিকা সফরে মূল খেলোয়াড়দের তরতাজা পেতে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এক সর্বভারতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী, তিন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও শার্দুল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনকি, তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকেও বিশ্রাম দেওয়া হতে পারে।
বুমরাহ, শামি ও শার্দুল টি২০ আন্তর্জাতিক সিরিজেও নেই, তবে পন্থ রয়েছেন দলে। সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে টানা ক্রিকেট খেলে চলেছেন ঋষভ পন্থ, এবং গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরে এই দুরন্ত কিপার-ব্যাটসম্যানকে তরতাজা পেতে বিশ্রাম দিতে পারে ভারতীয় নির্বাচকরা।
এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট নাও খেলতে পারেন বিরাট কোহলি, তবে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে ফিরবেন। কিন্তু প্রথম টেস্টে বিরাটের অনুপস্থিতিতে কে অধিনায়ক হবেন, এই নিয়ে লড়াই রয়েছে টি২০ আন্তর্জাতিকে নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা ও টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের মধ্যে।