লাল-হলুদ কার্ডের পর এবার রেফারি দেখালেন সাদা কার্ড!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবলে লাল কার্ড বা হলুদ কার্ড দেখানো নিয়ে সকলেই অবগত। কিন্তু এছাড়াও একটি বিশেষ কার্ড এসেছে ফুটবলে, সেটি কি জানেন! এবার সেই ঘটনাই দেখা গেল পর্তুগালে।
মহিলা পর্তুগিজ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বেনফিকা ও স্পোর্টিং লিসবন। আর সেই ম্যাচে লাল বা হলুদ কার্ড দেখানোর পরিবর্তে সাদা কার্ড দেখিয়ে দিলেন রেফারি! কিন্তু কেন?
হলুদ বা লাল কার্ড সাধারণত মাঠে বা মাঠের সাইডলাইনে ফুটবলারদের অসদ আচরণের জন্য। কিন্তু এই সাদা কার্ডের বিষয়বস্তু একেবারে অন্য। এই সাদা কার্ডটি ব্যবহার করা হয় ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য।
বেনফিকা-স্পোর্টিং ম্যাচে স্টেডিয়ামের এক দর্শককে জরুরি চিকিৎসা দিতে ছুটে যান দুই দলের চিকিৎসকরা। আর তাদের এই মহৎ কাজকে স্বাগত জানাতে সেই চিকিৎসকদের সাদা কার্ড দেখান রেফারি।
ম্যাচের কথা বললে, ১৫ হাজার দর্শকের মাঝে সেই ম্যাচ ৫-০ ফলে জিতেছে বেনফিকা। তবে ফুটবল ম্যাচের বাইরেও এই সাদা কার্ড তৈরি করল ইতিহাস।