এমবাপ্পের সবচেয়ে বিরক্তিকর বিষয়টি ফাঁস করলেন তাঁরই সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফ্রান্স এবং জুভেন্টাস তারকা মিডফিল্ডার অ্যাড্রিয়েন র্যাবিওট সম্প্রতি খোলাসা করেছে তাঁর ফ্রান্স সতির্থ কিলিয়ান এমবাপ্পের এমন একটি বিষয় যা র্যাবিওটকে খুব বিরক্ত করে।
র্যাবিওট এবং এমবাপ্পে এই দুই ফ্রেঞ্চ তারকা ফুটবলার ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করলেও তাঁর দেশকে পর পর দুটি বিশ্বকাপ এনে দিতে পারেন নি।
বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর র্যাবিওট বিশ্বকাপ এবং এমবাপ্পের বিষয় লে কাররে সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে এমবাপ্পের কোন বিষয়টি তাঁকে বিরক্ত করে?
এর উত্তরে র্যাবিওট বলেন, "কিলিয়ান আমায় বিরক্ত করে যখন সে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর গলার স্বর পালটে ফেলে।" যদিও র্যাবিওট এই উত্তরটি মজা করে বলেন।
র্যাবিওট এমবাপ্পের সম্পর্কে আরও বলেছেন, "যখন আমরা একসাথে থাকি তখন এমবাপ্পে স্বাভাবিক ভাবে কথা বলে। কিন্তু যখন আপনি এমবাপ্পের সাক্ষাৎকার দেখবেন, আমি জানি না কেনো, ওঁর(এমবাপ্পের) গলা বদলে যায়। এটি আমাদের কাছে খুবই বিরক্তিকর এবং চাপের।"
র্যাবিওটের এই বক্তব্য থেকে এটা বলাই যায় যে ফ্রান্সের ড্রেসিং রুমে এমবাপ্পের এই গলা পাল্টানো নিয়ে তাঁর সতীর্থরা বেজায় ঠাট্টা তামাসা করেন।