কাতার বিশ্ববিদ্যালয়ে মেসির সেই হোটেল রুম পরিণত হবে জাদুঘরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরুদেশ কাতারে ফুটবলের সব থেকে বড় উৎসব ফিফা বিশ্বকাপ আয়োজন হওয়াটা একটি বিশেষ বিষয়, এবং সেই বিশ্বকাপ লিওনেল মেসির আর্জেন্টিনা জিতে নেওয়ায় সেটি আরও স্মরণীয় হয়ে উঠেছে। কিন্তু মেসিদের এই বিশ্বজয়কে আরও স্মরণীয় করতে চাইছে কাতার।
বিশ্বকাপ চলাকালীন কাতার বিশ্ববিদ্যালয়ের হোটেলে থাকত আর্জেন্টিনা দল। এবার সেই হোটেলের যে ঘরে মেসি থাকতেন, সেই ঘরটিকে জাদুঘরে রুপান্তরিত করতে চলেছে কাতার বিশ্ববিদ্যালয়। ঐ ঘরটিতে কোনও অতিথিকে থাকতে দেওয়া হবে না, বরং মেসির সম্মানে সেটিকে সাজিয়ে রাখতে চাইছেন কাতার বিশ্ববিদ্যালয়ের কর্তারা।
এই নিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি বলেছেন, "যে ঘরটিতে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসি অবস্থান করেছিলেন, সেটি অপরিবর্তিত থাকবে। সেটি দশনার্থীদের ঘুরে দেখার জন্য উপলব্ধ থাকবে, তবে থাকার জন্য নয়।"
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক মেসি নিজের জন্ম শহর রোজারিওতে রয়েছেন। জানুয়ারির শুরুর দিকে প্যারিস সেইন্ট জার্মেইনে ফিরতে চলেছেন মেসি। তবে আগামী ১১ জানুয়ারির আগে মাঠে ফেরা সম্ভব হচ্ছে না মেসির।