রিপোর্ট : নেইমারকে বিক্রি করার উদ্যোগ নিতে চলেছে পিএসজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে রেখে দেওয়ার পরেই জল্পনা উঠেছিল, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি। এবার একাধিক রিপোর্ট অনুযায়ী, যদি কোনও সঠিক অফার আসে, তাহলে নেইমারকে বিক্রি করে দিতে পারে প্যারিস সেইন্ট জার্মেইন।
২০১৮ সালে রেকর্ড চুক্তিতে বার্সিলোনা থেকে পিএসজিতে এসেছিলেন নেইমার। গত বছর ২০২৫ সাল অবধি চুক্তিবৃদ্ধিও করেছিলেন তিনি। কিন্তু দলে তার ভূমিকা ও আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সদ্য সমাপ্ত ক্লাব মরশুমে পিএসজি সমর্থকদের তরফ থেকে বিদ্রুপের শিকার হন নেইমার ও লিওনেল মেসি। এছাড়া মাঠে ও মাঠের বাইরে নেইমারের অ-পেশাদার আচরণও ক্লাবের পছন্দ হয়নি, একাধিক রিপোর্ট থেকে এমনটাই খবর।
এছাড়া খেলার কথায় আসলে, মউরিসিও পচেত্তিনোর অধীনে পিএসজি লিগ ওয়ান খেতাব পুনর্দখল করলেও চ্যাম্পিয়ন্স লিগে দ্রুত বিদায়ে অখুশি পিএসজি কর্তারা। এবং এই কারণে দলগঠনে একাধিক পরিবর্তন আনা হতে পারে, যার মধ্যে রয়েছেন নেইমারও।
যদিও রিপোর্ট অনুযায়ী, নেইমার পিএসজিতেই থেকে যেতে চান। এবং আশা করা যায় ২০২২-২৩ মরশুমে ভালো পারফর্ম করবে পিএসজি। তবে আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারের পারফর্মেন্সের উপর অনেকটাই নির্ভর করবে, পিএসজিতে তার ভবিষ্যৎ আর কতদিন রয়েছে।